ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৮ দিনেও পরিচয় মেলেনি সেই চার মরদেহের

কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ৩১ আগস্ট ২০২৫  
৮ দিনেও পরিচয় মেলেনি সেই চার মরদেহের

ফাইল ফটো

ঢাকার কেরাণীগঞ্জের বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে উদ্ধার হওয়া চার মরদেহের পরিচয় আটদিনেও শনাক্ত হয়নি। ডিএনএ প্রোফাইল সংগ্রহ করে তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। 

রবিবার (৩১ আগস্ট) তিনি জানান, গত শনিবার (২৩ আগস্ট) বুড়িগঙ্গা নদী থেকে চারটি মরদেহ উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে, তাদের হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

আরো পড়ুন:

আরো পড়ুন: বুড়িগঙ্গায় মিলল নারী-শিশুসহ ৪ লাশ 

নৌ পুলিশ জানায়, ২৩ আগস্ট দুপুরে কেরাণীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছের বুড়িগঙ্গা নদীতে ভাসছিল নারীর মরদেহ। তার গলায় কালো রঙের ওড়না পেঁচানো ছিল। পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার–কামিজ। এক ঘণ্টা পর একই স্থান থেকে ওড়না দিয়ে পেঁচানো তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করে সদরঘাট নৌ–পুলিশ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জের মাদারীপুর ঘাট এলাকা থেকে দুই তরুণ–তরুণীর মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জের বরিশুর ফাঁড়ির নৌ–পুলিশ।

মাদারীপুর ঘাট এলাকা থেকে উদ্ধার হওয়া তরুণ-তরুণীর মরদেহের হাত একসঙ্গে বাঁধা ছিল। তরুণের পরনে ছিল লাল রঙের চেক শার্ট ও ট্রাউজার। তরুণীর পরনে ছিল লাল রঙের সালোয়ার ও ছাই রঙের গেঞ্জি। 

আরো পড়ুন: এখনও মেলেনি বুড়িগঙ্গায় পাওয়া ৪ মরদেহের পরিচয়

বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর গাজী মিজানুর রহমানের মোবাইল ফোনে জানান, “এখন পর্যন্ত কেউ মরদেহগুলোর খোঁজ নিতে আসেননি। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহগুলো ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।”

নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘দেশের সমস্ত থানায় চারটি মরদেহের ছবিসহ বার্তা পাঠানো হয়েছে। ঢাকা মহানগর ও জেলা পুলিশের নদী সংলগ্ন থানাগুলোতেও বার্তা দেওয়া হয়েছে।’’

তিনি বলেন, “পচন ধরায় মরদেহের আঙুলের ছাপ নেওয়ার সুযোগ ছিল না। এ কারণে চারটি মরদেহের ডিএনএ প্রোফাইল সংগ্রহ করা হয়েছে। মর্গ কর্তৃপক্ষ মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে মরদেহগুলো দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।”

ঢাকা/শিপন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়