ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আটক ২ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ৪ সেপ্টেম্বর ২০২৫  
আটক ২ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

আটক দুই বাংলাদেশি নারীকে মঙ্গলবার রাতে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ

ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর তাদের ফিরিয়ে আনতে মধ্যস্থতা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এতথ্য জানান। 

আরো পড়ুন:

ফেরত আসা দুই নারী হলেন- খুলনার হরিণটানা থানার বাদুড়িয়া গ্রামের আবদুল হাকিম শেখের মেয়ে হোসনে আরা খাতুন (২৬) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাগড়া গ্রামের মৃত হাসেম হাওলাদারের মেয়ে মোকছেদা বেগম (৩৪)।

বিজিবি জানায়, গত ১ সেপ্টেম্বর ভারতে প্রবেশের চেষ্টাকালে বিজিবির মজুমদারহাট বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ২১৬০ এর কাছ থেকে বিএসএফ দুই নারীকে আটক করে। বিজিবির মধ্যস্থতায় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিলোনিয়া চেকপোস্ট দিয়ে আটককৃতদের হস্তান্তর করে বিএসএফ। 

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফ তাদের আটক করেছিল। পরে বিজিবির মধ্যস্থতায় দুইজনকে ফেরত আনা হয়েছে।”

পরশুরাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহমেদ বলেন, “অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।” 

ঢাকা/সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়