ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কালীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার দুইজনকে কারাগারে প্রেরণ

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ৫ সেপ্টেম্বর ২০২৫  
কালীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার দুইজনকে কারাগারে প্রেরণ

দুই মাদক কারবারিকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ

গাজীপুরের কালীগঞ্জে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম (৩৫) ও তার সহযোগী আরিফ শেখকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মোক্তরপুর ইউনিয়নের কালিহাসি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

গ্রেপ্তার আরিফুল ইসলাম উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর টেকপাড়া গ্রামের আলী নেওয়াজের ছেলে এবং আরিফ শেখ একই ইউনিয়নের ধনপুর গ্রামের মৃত শামসুদ্দিন শেখের ছেলে।

ওসি আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি আরিফুল ইসলাম ও তার সহযোগী আরিফ শেখকে গ্রেপ্তার করে। এ সময় আরিফুল ইসলামের কাঁধে ঝুলানো একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে মামলা (নং-১২, তাং- ০৪-০৯-২০২৫) দায়ের হয় তাদের বিরুদ্ধে। সেই মামলায় আজ শুক্রবার সকালে গাজীপুর আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেল হাজত পাঠানো হয়েছে।

ঢাকা/রফিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়