ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যাত্রীকে হয়রানি, শায়েস্তাগঞ্জ রেল ফাঁড়ির ইনচার্জসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:৩৩, ৫ সেপ্টেম্বর ২০২৫
যাত্রীকে হয়রানি, শায়েস্তাগঞ্জ রেল ফাঁড়ির ইনচার্জসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

যাত্রীকে হয়রানি করার অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে দ্রুত বিচার আইনে মামলাটি করেন সদর উপজেলার বড় বহুলা গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে মো. মশিউর রহমান জুয়েল। তিনি হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সার্ভার হিসেবে কর্মরত।

দ্রুত বিচার আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মামলাটি আমলে নিয়ে এফআইআর করতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মামলার আসামিরা হলেন- শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই সাজিদুল ইসলাম সোহাগ, নায়েক আরিফুল, কনস্টেবল রবি দাস, টিএসআই শাহজালাল, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মহলুল সুনাম গ্রামের রাজু মিয়া, শাহ আলম ও রেল কলোনি এলাকার পলাশ মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মশিউর রহমান জুয়েল ঢাকা যাওয়ার উদ্দেশে গত ১৯ আগস্ট রাতে শায়েস্তাগঞ্জ স্টেশনে যান। ওই দিন রাত ১টার দিকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ স্টেশনে আসার কথা থাকলেও বিলম্ব হয়। এ সময় মশিউর রহমান জুয়েল রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পায়চারি করছিলেন। তখন কয়েকজন লোক তাকে হেনস্থা করেন। তার কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এ সময় তিনি চিৎকার শুরু করলে পুলিশ ফাঁড়িতে নিয়ে মারপিট করেন। একপর্যায়ে তাকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়।

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়