ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সীমান্তে মানবতা: ভারতীয় বৃদ্ধার মরদেহ দেখলেন বাংলাদেশি স্বজনেরা

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:৪১, ৬ সেপ্টেম্বর ২০২৫
সীমান্তে মানবতা: ভারতীয় বৃদ্ধার মরদেহ দেখলেন বাংলাদেশি স্বজনেরা

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের বাসিন্দা পচি খাতুনের (৬৫) শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর যেন বাংলাদেশে থাকা নানাবাড়ির স্বজনেরা অন্তত এক নজর তার মরদেহ দেখতে পারেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) আন্তরিক প্রচেষ্টায় সেই ইচ্ছা পূরণ হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ভারতের কৃষ্ণনগর থেকে বিএসএফ সদস্যদের সহযোগিতায় পচি খাতুনের লাশ সীমান্তের ১২৫ নম্বর মেইন পিলারের কাছে আনা হয়। সেখানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

বৈঠকের পর বৃদ্ধার মরদেহ মুজিবনগরে থাকা তার নিকট আত্মীয়দের দেখার ব্যবস্থা করা হয়। প্রায় ২০ মিনিট মরদেহটি সীমান্তে রাখা হয়। এ সময় নিকট আত্মীয়স্বজনসহ আশপাশের বিপুল সংখ্যক মানুষ পচি খাতুনকে শেষবারের মতো দেখতে আসেন। চোখের জলে তাকে শেষ বিদায় জানানো হয়। পরে মরদেহটি আবার ভারতে ফিরিয়ে নেওয়া হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন মুজিবনগর বিজিবি কোম্পানি কমান্ডার আবুল বাশার এবং ভারতের পক্ষ থেকে ছিলেন বিএসএফের চাপড়া কোম্পানি কমান্ডার মিঠুন কুমার।

মুজিবনগর বিজিবি কোম্পানি কমান্ডার আবুল বাশার বলেন, ‘‘বিএসএফের পক্ষ থেকে মৃতের মরদেহ দেখানোর বিষয়টি অবগত করা হলে বিজিবি তাতে সাড়া দেয়। পরবর্তীতে মৃতের স্বজনেরা সীমান্তের কাছে এসে তাদের আত্মীয়ের মরদেহ দেখতে পান।’’

ঢাকা/ফারুক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়