ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোলায় ঘরে ঢুকে মসজিদের খতিবকে হত্যা

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৩:১৮, ৭ সেপ্টেম্বর ২০২৫
ভোলায় ঘরে ঢুকে মসজিদের খতিবকে হত্যা

আমিনুল হক নোমানী

ভোলা সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভোলা পৌরসভার চরনোয়াবাদ এলাকার নিজ বাসভবনে হত্যাকাণ্ডের শিকার হন তিনি।

নিহত আমিনুল হক নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার আরবি প্রভাষক ছিলেন।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে এশার নামাজের পর আমিনুল হক নোমানী নিজ ঘরে অবস্থান করছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী তার ঘরে প্রবেশ করে। তারা আমিনুল হক নোমানীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আমিনুল হক নোমানীকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আমিনুল হক নোমানীকে হত্যার প্রতিবাদে তার সহকর্মী ও ছাত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাতেই ভোলা সদর হাসপাতালের সামনে ও ভোলা সদর রোডে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আনতে পুলিশ কাজ করছে।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়