ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উজানের পানিতে খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৫:০৪, ৭ সেপ্টেম্বর ২০২৫
উজানের পানিতে খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হয়ছে। আকস্মিক বন্যায়  শহরের নিচের বাজার, মেহেদীবাগ, গঞ্জপাড়াসহ আশপাশের শত শত ঘরবাড়ি তলিয়ে গেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত থেকে পানছড়ি ও পার্শ্ববর্তী উজান এলাকায় টানা ভারী বর্ষণের পর চেঙ্গি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। পরে এই নদীর পানিতে নিচু এলাকা প্লাবিত হয়। ফলে বিপাকে পড়েন বাসিন্দারা।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, দ্রুত ঘরে পানি ঢুকে আসবাবপত্রসহ গৃহস্থালির জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

শহরের নিচের বাজার এলাকার ব্যবসায়ী রুহুল আমিন বলেন, “সকালে দোকানে এসে দেখি নদীর পানি দোকানের কাছে চলে আসছে। মালপত্র গুছিয়ে আনার আগেই দোকানে পানি ঢুকে গেছে।”

মেহেদীবাগের বেলাল হোসেন বলেন, “হঠাৎ পানি উঠায় আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো মেহেদীবাগ এলাকা পানিতে তলিয়ে আছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের নিচের বাজার ও মেহেদীবাগ এলাকা।”

খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “গতকাল দিনে এবং আজ সকাল থেকে আকাশ রৌদ্রজ্বল। তবুও উজানে ভারী বর্ষণের কারণে আকস্মিক এ বন্যার সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দুর্গতদের সহায়তায় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ চলছে।”

ঢাকা/রূপায়ন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়