ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচন অনুষ্ঠান নিয়ে কিছুটা উদ্বিগ্ন: ফখরুল 

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:৩১, ৭ সেপ্টেম্বর ২০২৫
নির্বাচন অনুষ্ঠান নিয়ে কিছুটা উদ্বিগ্ন: ফখরুল 

ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনস্থল পরিদর্শনে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

অযাচিত ভাবে কিছু সংখ্যক রাজনৈতিক দল জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনস্থল পরিদর্শনে এসে তিনি এ সব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।’’

আরো পড়ুন:

আগামীকাল সোমবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া জেলা দ্বি-বার্ষিক সম্মেলন নিয়ে মহাসচিব বলেন, ‘‘কালকের সম্মেলনের জন্য নানা আয়োজন রয়েছে। আমরা আশা করছি, অত্যন্ত সফল একটি সম্মেলন অনুষ্ঠিত হবে৷ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবচেয়ে বড় পাওয়া হলো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন৷ আমরা আশাবাদী সম্মেলনের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে।’’

এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/হিমেল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়