ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জন্ম সনদ জালিয়াতি, ইউপি কর্মকর্তা অপসারণ

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৯:৩১, ৮ সেপ্টেম্বর ২০২৫
জন্ম সনদ জালিয়াতি, ইউপি কর্মকর্তা অপসারণ

আলমগীর হোসেন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেনকে জন্ম সনদ অনলাইনে অবৈধভাবে ইস্যু করার দায়ে অপসারণ করা হয়েছে। তিনি চরকাটারি ইউনিয়ন পরিষদে অতিরিক্ত দায়িত্ব পালনকালে এ জালিয়াতি করেন। 

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন একই উপজেলার চরকাটারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালনকালে ৭৯৫টি জন্ম নিবন্ধন সনদ যাচাই-বাছাই ব্যতীত অবৈধভাবে অনলাইনে ইস্যু করা হয়েছে যা অসদাচরণের শামিল। এটা চাকরি বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। 

প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেনের বিরুদ্ধে ‘দায়িত্ব পালনে অবহেলা’, ‘অসদাচরণ’ ও ‘অদক্ষ’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে চাকরি হতে অপসারণ করা হলো।  

অফিস আদেশে আরো বলা হয়- আলমগীর হোসেন শুধুমাত্র নিজের প্রদত্ত চাঁদা ও এর উপর অর্জিত সুদ বা ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী তিনি কোনো আনুতোষিক প্রাপ্য হবেন না।

ঢাকা/চন্দন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়