ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, বাঁধের গেট খুলল ৩ ফুট

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ১০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:১০, ১০ সেপ্টেম্বর ২০২৫
কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, বাঁধের গেট খুলল ৩ ফুট

কাপ্তাই হ্রদ। ফাইল ফটো

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতের কারণে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট তিন ফুট খুলে দেওয়া হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বাঁধের ১৬টি গেট তিন ফুট উচ্চতায় খোলা রাখা হয়। 

এর আগে, হ্রদের পানি সর্বোচ্চ বিপৎসীমায় পৌঁছানোর কারণে গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে বাঁধের সব গেট সাড়ে তিন ফুট খুলে পানি নিষ্কাশন করা হয়। আজ সকাল ৯টায় পানি কিছুটা কমলে গেটের উচ্চতা ছয় ইঞ্চি কমিয়ে তিন ফুট উচ্চতায় খোলা রাখা হয়। 

বর্তমানে এই উচ্চতায় প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়া, বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আরো ৩২ হাজার কিউসেক পানি নদীতে নিষ্কাশন হচ্ছে।

কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, “হ্রদের পানি বিপৎসীমায় চলে আসায় পানি কমাতে গতকাল রাতে সাড়ে তিন ফুট পর্যন্ত গেট খোলা রাখা হয়। সকালে পানি কিছুটা কমে আসলে গেটের উচ্চতা ছয় ইঞ্চি কমিয়ে তিন ফুট উচ্চতায় খোলা রাখা হয়েছে। সকাল ৯টায় এই হ্রদে পানির স্তর রয়েছে ১০৮.৮৯ এমএসএল (মিনস সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল।

ঢাকা/শংকর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়