ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ১০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৯:১৬, ১০ সেপ্টেম্বর ২০২৫
হবিগঞ্জে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা চাচাত-ফুফাত ভাই-বোন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে তাদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন, পাঞ্চারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) ও নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবণ ও শুভ চাচাত ভাই। আর অহনা তাদের ফুফাত বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত। পাঞ্জারাই গ্রামে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। 

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলা করার এক পর্যায়ে এক শিশু বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অন্য দুই শিশু পানিতে পড়ে যায়। কেউ প্রথমে বিষয়টি বুঝতে পারেনি। এক মহিলা অহনাকে পানিতে ভাসতে দেখে। এরপর খোঁজাখুঁজি করে পুকুর থেকে শ্রাবণ, শুভ ও অহনাকে উদ্ধার করা হয়। 

শিশু তিনটিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. চম্পক কিশোর সাহা সুমন তাদের মৃত্যুর তথ্য জানিয়েছেন। 

ঢাকা/মামুন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়