ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাতিয়ায় মাছ ধরা ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ১২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৫:২৪, ১২ সেপ্টেম্বর ২০২৫
হাতিয়ায় মাছ ধরা ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ট্রলারের একটি অংশ

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর তীরে অবস্থান করা একটি মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হেমা মাঝি (৫৪) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার চেয়ারম্যান ঘাটে রান্না করার সময় নৌকাটিতে বিস্ফোরণ হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

দগ্ধ হেমা মাঝি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু গ্রামের আলী মিয়ার ছেলে। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

চেয়ারম্যান ঘাটের ব্যবসায়ী আলতাফ জানান, দুইদিন আগে ১২ জন জেলে নিয়ে চেয়ারম্যান ঘাটে আসে মাস্টার মাঝি নামে ট্রলারটি। পরে ১১ জন জেলে বাড়ি চলে যান। ট্রলারটি পাহারা দিতে ছিলেন হেমা মাঝি। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ট্রলারে রান্না করছিলেন তিনি। এসময় ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে নৌকাটি দ্বিখণ্ডিত হয়ে যায় এবং হেমা দ্বগ্ধ হন।

তিনি আরো জানান, আশপাশের লোকজন হেমাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। হেমা মাঝির দুই হাত, দুই পা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক রাজিব আহমেদ চৌধুরী জানান, রাতে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে আগুনে ঝলসানো একজনকে আনা হয়েছিল। তার শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। এখানে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এসআই আবদুল বাতেন বলেন, ‍“রান্না করার সময় বিস্ফোরণটি ঘটে। নদীতে এ ঘটনা হওয়ায় নৌ পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।”  

ঢাকা/সুজন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়