ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে গরুবাহী ট্রাক ডাকাতি, মামলা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ১২ সেপ্টেম্বর ২০২৫  
টাঙ্গাইলে গরুবাহী ট্রাক ডাকাতি, মামলা

ফাইল ফটো

টাঙ্গাইলের মির্জাপুরে গরুবাহী মিনি ট্রাক থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ও মিনি ট্রাক লুট করে নিয়ে যাওয়ার অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে মিনি ট্রাকের মালিক মো. মুখছেদ আলী বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।

আরো পড়ুন:

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার রাতে মুখছেদ আলীর মিনি ট্রাকে চারটি গাভি ও চারটি বাছুর নিয়ে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন রুবেল মিয়া নামের এক ব্যবসায়ী। ট্রাকটি মির্জাপুর উপজেলার জামুর্কি এলাকায় পৌঁছালে একদল ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে গরু ও মিনি ট্রাক লুট করে নিয়ে যায়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন, ‘‘এ ঘটনায় মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’

ঢাকা/কাওছার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়