ময়মনসিংহে সিলিন্ডার লিকেজে হোটেলে অগ্নিকাণ্ড
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহ নগরীর দুধ মহলে আল নূর হোটেলে আগুন লাগলে ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
ময়মনসিংহে নগরীতে খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে নগরীর দুধ মহলে আল নূর হোটেলে অগ্নিকাণ্ড ঘটে।
ময়মনসিংহ বিভাগীয় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, ‘‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’’
তিনি আরো বলেন, ‘‘হোটেলে রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগেছে। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নগদ টাকা ও ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’’
কেউ হতাহত হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ঢাকা/মিলন/বকুল