ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়ার ঘটনায় গ্রেপ্তার ১

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১৯ সেপ্টেম্বর ২০২৫  
ফরিদপুরে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়ার ঘটনায় গ্রেপ্তার ১

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় সাইমন শরীফ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গত রাত ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে একটি রামদা, একটি ছুরি ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। সাইমন শরীফ উপজেলার গোয়ালডাঙ্গি গ্রামের বেলাল শরীফের ছেলে।

আরো পড়ুন:

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, ‘‘যৌথবাহিনী অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করে থানা হেফাজতে দিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।’’

এর আগে, গত বুধবার বিকেলে কুমার নদে স্পিডবোটে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসময় দেশীয় অস্ত্র উঁচিয়ে প্রদর্শন করে জনমনে আতঙ্ক ছড়ায়। বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রচারের পর ওই কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

ঢাকা/তামিম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়