ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরা সীমান্ত দিয়ে আরো ১৫ বাংলাদেশিকে হস্তান্তর

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ২২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১১:৩৮, ২২ সেপ্টেম্বর ২০২৫
সাতক্ষীরা সীমান্ত দিয়ে আরো ১৫ বাংলাদেশিকে হস্তান্তর

সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে আরো ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তুলে দেয় তারা।

ফেরত আসাদের মধ্যে পাঁচজন শিশু, পাঁচজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।

আরো পড়ুন:

তলুইগাছা বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম বলেন, “গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে হস্তান্তর করা ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। 

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক বলেন, গত শনিবার সকাল ১১টার দিকে ভারতের উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় নারী-শিশুসহ ১৫ জনকে আটক করে বিএসএফ। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়