ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইল প্রেসক্লাবে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫  
টাঙ্গাইল প্রেসক্লাবে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

টাঙ্গাইল প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাব মিলনাতয়নে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। 

আরো পড়ুন:

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবিব মাসুদ। প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। সঞ্চালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মালেক আদনান।

টাঙ্গাইল প্রেসক্লাবের প্রায় ৩৭ জন ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা পরিচালনা করেন সদস্য সচিব মোজাম্মেল হক ও সদস্যবৃন্দ হলেন অরণ্য ইমতিয়াজ, খন্দকার মাসুদুল আলম, মাসুম ফেরদৌস, আব্দুল্লাহ আল নোমান, রুমি আক্তার পলি ও মো. রওশন আলী।

ঢাকা/কাওছার/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়