ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইনানীতে স্রোতের টান, অল্পের জন্য বাঁচল ৫ পর্যটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ২৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৩:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০২৫
ইনানীতে স্রোতের টান, অল্পের জন্য বাঁচল ৫ পর্যটক

উদ্ধার হওয়া পর্যটকদের সঙ্গে বিচকর্মী মোহাম্মদ বেলাল উদ্দিন

প্রাণঘাতী পরিস্থিতি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন কক্সবাজারে বেড়াতে আসা লক্ষ্মীপুরের পাঁচ পর্যটক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ইনানী সমুদ্রসৈকতে গোসলে নামলে স্রোতের টানে তারা ভেসে যাচ্ছিলেন। এসময় বিচকর্মী মোহাম্মদ বেলাল উদ্দিন দ্রুত নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

উদ্ধার পর্যটকরা হলেন- লক্ষ্মীপুর সদরের হাসান আলীর ছেলে মিজান (১৮), মিন্টুর ছেলে হাসান (১৭), সেলিম মিয়ার ছেলে সোহান (১৮), বেল্লাল হোসেনের ছেলে আরমান (২০) এবং আহসান উল্লার ছেলে রবিউল (১৯)। 

আরো পড়ুন:

আরো পড়ুন: কক্সবাজার সৈকতে বন্ধ হচ্ছে লাইফগার্ড সেবা, বাড়ছে প্রাণহানির শঙ্কা

বিচকর্মী বেলাল উদ্দিন বলেন, “আজ সকাল সাড়ে ১০টার দিকে পাঁচ পর্যটক সমুদ্রে গোসলে নামেন। হঠাৎ স্রোতে ভেসে গিয়ে বিপদে পড়েন তারা। তাৎক্ষণিক আমি নৌকা নিয়ে গিয়ে তাদের উদ্ধার করি। উদ্ধারকৃতদের মধ্যে দুইজন পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তারা কক্সবাজার শহরে ফিরে যান।”

ঘটনার বিষয়টি কক্সবাজার জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করা হয়েছে বলেও জানান বেলাল উদ্দিন।

সৈকতে নিয়োজিত সি-সেফ লাইফগার্ড সূত্রে জানা যায়, চলতি বছর কক্সবাজার সৈকতে গোসলে নেমে গুপ্তখালে আটকা পড়ে সাগরে ভেসে গিয়ে ইতোমধ্যেই ১৪ জনের মৃত্যু হয়েছে।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়