কুড়িগ্রামে সড়কে প্রাণ গেল দুই ভাইয়ের
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কুড়িগ্রামের রাজারহাটে ইট ভাঙার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ভাই নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাজিম খান ইউনিয়নের মমিন বকশি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সদর ইউনিয়নের কৌলাস কুঠি এলাকার আব্দুল হক (৬৫) ও তার ভাই তাজরুল ইসলাম (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাজ শেষে দুই ভাই ইট ভাঙার গাড়িতে বাড়ি ফিরছিলেন। মমিন বকশি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান।
রাজারহাট থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/সৈকত/রাজীব