ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি নির্বাচিত হলে কৃষকদের জন্য ফারমার্স কার্ড করা হবে: টুকু 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১১:০৪, ২৮ সেপ্টেম্বর ২০২৫
বিএনপি নির্বাচিত হলে কৃষকদের জন্য ফারমার্স কার্ড করা হবে: টুকু 

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “আগামী নির্বাচনে বিএনপি যদি নির্বাচিত হতে পারে তাহলে বাংলাদেশের প্রতিটি কৃষকের জন্য ফারমার্স কার্ডের ব্যবস্থা করা হবে। আমি যদি টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য হতে পারি, তাহলে এই এলাকার কৃষকদের জন্য হিমাগার (কোল্ড স্টোরেজ) তৈরি করা হবে। যমুনা নদীর ভাঙন রোধে বেরিবাঁধ নির্মাণ করা হবে।” 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

টুকু বলেন, “অতীতে শুধুমাত্র বাণিজ্যিক লাভের জন্য টাঙ্গাইল ভিক্টোরিয়া খালকে ভরাট করে বাণিজ্যিক ভবন নির্মাণ করা হয়েছে। এ কারণে অল্প বৃষ্টিতেই টাঙ্গাইল শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতা দূর করার জন্য খাল খননের ব্যবস্থা করা হবে।”

তিনি বলেন, “আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে সবাইকে নিয়ে দলমত নির্বিশেষে নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব। সেই টাঙ্গাইল হবে সারা বাংলাদেশের কাছে মডেল।”

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে স্থানীয় ২০ জন কৃষক অংশ নেন। তারাই ছিলেন অনুষ্ঠানের মধ্যমণি। অনুষ্ঠানের পুরো অংশজুড়েই তাদের মূল্যবান মতামত শোনা হয়। গ্রহণ করা হয় তাদের মূল্যবান পরামর্শ। 

স্থানীয় কৃষক জাবাত আলী, মজিদ মিয়া, আজিজুল হক জানান, এতোদিন যেকোনো অনুষ্ঠানে কৃষকরাই ছিল সবচেয়ে অবহেলিত। কোনো অনুষ্ঠানের মঞ্চে ওঠা তো দূরের কথা, মঞ্চের কাছাকাছিও কৃষকদের যেতে দেওয়া হতো না। আজ এই অনুষ্ঠানের প্রধান অতিথিও আমরা, বিশেষ অতিথিও আমরা। 

অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। সোনিয়া শমীর সঞ্চালনায় মাহমুদনগর ইউনিয়নের অনেক কৃষক, ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়