ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় পাল্লা দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ বন্ধু

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৮:৩৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫
বগুড়ায় পাল্লা দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ বন্ধু

প্রতীকী ছবি

বগুড়ায় মহাসড়কে পাল্লা দি‌য়ে মোটরসাইকেল চালা‌তে গি‌য়ে দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। আহত হ‌য়ে‌ছেন আরেক বন্ধু।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তারা।

আরো পড়ুন:

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়ার আবিদ হাসান (১৮) ও মেঘাখর্দ এলাকার জিহাদ সরকার (১৭)। আহত বন্ধুর নাম জানাতে পারেনি পুলিশ।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, রাত ৯টার দিকে বগুড়া শহরের মম ইন থেকে চারজন তরুণ দুইটি মোটরসাইকেলে করে অতিরিক্ত গতিতে পাল্লা দিয়ে বাড়ি ফিরছিলেন। গোকুল ইউনিয়নের বাঘোপাড়া খোলারঘর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারি‌য়ে রাস্তায় প‌ড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা একে অন্যের বন্ধু।

তিনি আরো জানান, মোটরসাইকেল দুইটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়