ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ২৯ সেপ্টেম্বর ২০২৫  
মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

নিখোঁজ ব্যক্তির সন্ধানে মেঘনায় উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি নৌকা ডুবে গেছে। এ সময় আশপাশের অন্য নৌকা ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় পাঁচজনকে উদ্ধার করলেও মোহাম্মদ শরীফ (৩২) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে সদর উপজেলার চরকিশোরগঞ্জের মোল্লারচরের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুপুর ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধারে অভিযান চলছে।

আরো পড়ুন:

নিখোঁজ শরীফ মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নদীর গভীরতা বেশি এবং পানিতে স্রোত রয়েছে। ডুররি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, নৌকাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাল্কহেডটি শনাক্তের চেষ্টা চলছে।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়