গাজীপুরে অটোরিকশায় পিকআপের ধাক্কা, নিহত ২
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর ইউটা গার্মেন্টসের সামনে দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম এমদাদুল হক। তিনি গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার ইউসুফ আলীর ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি। আহতদেরও পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ৮টার দিকে তেলিপাড়া এলাকায় ইউটা কারখানা সামনে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আবুল ফজল জানান, সকালে দুর্ঘটনায় নিহত দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে পাঁচজন রোগী ভর্তি আছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদরে মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/রেজাউল/মাসুদ