ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে: নিপুণ রায়

কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:২২, ২৯ সেপ্টেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে: নিপুণ রায়

বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, ‘‘আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। তবে, কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।’’

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলার তেগুড়িয়ায় নিজ বাড়িতে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই কথা বলেন।

আরো পড়ুন:

নিপুণ রায় বলেন, ‘‘জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো অপশক্তি টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। দেশের মানুষ স্বৈরাচার হাসিনা থেকে মুক্তি পেয়েছে। গত ১৫ বছর হাসিনা মানুষকে জিম্মি করে রেখেছিল। মানুষ আজ মন খুলে কথা বলার অধিকার ফিরে পেয়েছে।’’

তিনি আরো বলেন, ‘‘ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এখন শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষ নয়, হিন্দু-মুসলমান-খ্রিস্টান সবাই উৎসবের আমেজে মেতে উঠেছে।’’

এ সময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দক্ষিণ থানা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোকাররম হোসেন সাজ্জাদ প্রমুখ।

ঢাকা/শিপন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়