ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের বৈঠক, অবরোধ তুললে ১৪৪ ধারা প্রত্যাহার

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৪:২৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়িতে আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের বৈঠক, অবরোধ তুললে ১৪৪ ধারা প্রত্যাহার

স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনার জের ধরে খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি পালনরত জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে। সেখানে অবরোধ তুলে নিলে ১৪৪ ধারা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে প্রশাসন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার উপস্থিতিতে এ বৈঠকে জুম্ম ছাত্র-জনতার পক্ষ থেকে আট দাবি তুলে ধরা হয়।

পরে রাতে জুম্ম ছাত্র-জনতার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সিভিল প্রশাসন মৌখিকভাবে ১৪৪ ধারা প্রত্যাহার ব্যতীত বাকি সব দাবি মানার কথাই জানিয়েছে। পাশাপাশি, সামরিক বাহিনীর পক্ষ থেকে হয়রানি ও গ্রেপ্তার বন্ধের আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসন ১৪৪ ধারা অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত বহাল রাখার ঘোষণা দিয়েছে।”

“এই আলোচনার মাধ্যমে সরকার ও প্রশাসনের সাথে আমাদের আনুষ্ঠানিক সংলাপের যে সূচনা হয়েছে, সেটি আমরা স্বাগত জানাই। তবে, এটি কোনোভাবে আমাদের অধিকার ও অভ্যুত্থান খালি কথায় গৃহীত হবে, তা নয়।”

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার গণমাধ্যমকে বলেছেন, “আন্দোলনকারীদের সাথে আমাদের আলাপ হয়েছে। তারা আমাদেরকে ১৪৪ ধারা প্রত্যাহারের অনুরোধ করেছে। আমরা বলেছি, তারা অবরোধ প্রত্যাহার করলে আমারও ১৪৪ ধারা প্রত্যাহার করব। আলোচনা শুরু হয়েছে কেবল, দেখা যাক।”

 প্রশাসনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, জেলা প্রশাসক মো. এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। আন্দোলনকারীদের পক্ষে ছিলেন কৃপায়ন ত্রিপুরা, বাগীশ চাকমা, ছদক চাকমা, পিন্টু চাকমা, মনিকা চাকমা ও তোশিতা চাকমা।

ঢাকা/রূপায়ন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়