ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পায়রা নদীর তীর থেকে শিশুর মরেদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ৩০ সেপ্টেম্বর ২০২৫  
পায়রা নদীর তীর থেকে শিশুর মরেদেহ উদ্ধার

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীর তীর থেকে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড়অঙ্কুজান পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়অঙ্কুজান পাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা নদীতে মাছ শিকার করতে যাওয়া ব্যক্তিরা নদীর তীরে শিশুর মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

আরো পড়ুন:

তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, “শিশুটির মরদেহ উদ্ধারের পর আমরা আশপাশের এলাকায় খোঁজ নিয়েছি। কেউ পরিচয় বলতে পারেননি। মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়