ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় বাড়ির তালা ভেঙে ৬৫ ভরি স্বর্ণের গহনা চুরি

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ১ অক্টোবর ২০২৫  
সাতক্ষীরায় বাড়ির তালা ভেঙে ৬৫ ভরি স্বর্ণের গহনা চুরি

সাতক্ষীরা শহরে বাড়ির গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।

সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ায় শহীদ নাজমুল সরণির পিপি চন্দ্র জুয়েলার্সের স্বত্বাধিকারী গৌতম চন্দ্রের বাড়ির গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে ৬৫ ভরি স্বর্ণের গহনা ও দেড় লাখ টাকা চুরি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুরি সংঘটিত হয়। বুধবার (১ অক্টোবর) দুপুরে পরিবারের পক্ষ থেকে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন:

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীনুল হক জানান, গৃহকর্তা গৌতম চন্দ্রের স্ত্রী কৃষ্ণা চন্দ্র বাদী হয়ে কারো নাম উল্লেখ না করে চুরির মামলা করেছেন। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

গৌতম চন্দ্রের ছেলে প্রিতম চন্দ্র জানান, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল তাদের বাসায় কেউ ছিলেন না। পরিবারের সদস্যরা সন্ধ্যা ৭টার পর ফিরে এসে বাড়ির মূল ফটকের তালা, বাড়ির গ্রিলের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর ঘরের ভিতরে চারটি রুমের মধ্যে আলমারি, লোহার সিন্দুকের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। সিন্দুকে রাখা ৬৫ ভরি স্বর্ণের গহনা চোরে নিয়ে যায়। যার বাজার মূল্য ১ কোটি ১৭ লাখ টাকা। আলমারি ভেঙে নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে। 

ঢাকা/শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়