ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৭ বছর এক অসুর জনগণের ভোটাধিকার হরণ করেছিল: নিপুন রায় 

কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ২ অক্টোবর ২০২৫   আপডেট: ০৯:১৫, ২ অক্টোবর ২০২৫
১৭ বছর এক অসুর জনগণের ভোটাধিকার হরণ করেছিল: নিপুন রায় 

দক্ষিণ কেরাণীগঞ্জের  বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী বলেছেন, ‍“১৭ বছর শেখ হাসিনা নামক এক অসুর জনগণের ভোটাধিকার হরণ করেছিল। রাষ্ট্রকে দখল করে এক নায়কতন্ত্র কায়েম করেছিল। খালেদা জিয়াকে বিনা অপরাধে জেলে রেখে নির্যাতন, নিপীড়ন চালিয়েছে।” 

বুধবার (১ অক্টোবর ) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের  বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

নিপুন রায় বলেন, “গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণ এখনও তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। তাই ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।” 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, তেগুড়িয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম জমিদার, জিঞ্জিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ, বিএনপি নেতা ঈশা খা, ছাত্রদল নেতা পাভেল মোল্লা।

ঢাকা/শিপন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়