ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

পাবনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ২ অক্টোবর ২০২৫   আপডেট: ১২:৫৪, ২ অক্টোবর ২০২৫
পাবনায় দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

দুর্ঘটনাকবলিত দুই ট্রাক থেকে হতাহতদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা

পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সবুজ প্রামাণিক (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। এ সময় অপর ট্রাকের চালক-হেলপারসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার অরণকোলা হারুখালির মাঠের সামনে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত সবুজ প্রামাণিক পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বড়মাটিয়া গ্রামের খোকন প্রামাণিকের ছেলে। আহতরা হলেন—ফরিদপুরের নগরকান্দা উপজেলার চুকাই গ্রামের শিমুল হোসেনের ছেলে নাজমুল হোসেন (৩০), একই উপজেলার কৃষ্টপুর গ্রামের মালেক হোসেনের ছেলে বাবু মিয়া (৩০) ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ওহেদ মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৩৫)।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঈশ্বরদী স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বলেছেন, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী ট্রাক স্ট্যান্ড থেকে একটি খালি ট্রাক পাবনা সদর অভিমুখে যাওয়ার সময় ঢাকা থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই এক চালক নিহত হন। অপর ট্রাকের চালক-হেলপারসহ তিনজন আহত হয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। 

ঈশ্বরদী থানার ওসি আব্দুন নূর জানিয়েছেন, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। তিনজন আহত হয়েছেন। আমরা মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল শেষে ময়নাতদন্ত জন্য মরদেহটি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে ঈশ্বরদী থানায় একটি মামলা নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছেন ওসি। 

ঢাকা/শাহীন/রফিক 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়