ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাঁশবাগানে পাওয়া সেই নবজাতক মারা গেছে

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ২ অক্টোবর ২০২৫   আপডেট: ১৫:৩১, ২ অক্টোবর ২০২৫
বাঁশবাগানে পাওয়া সেই নবজাতক মারা গেছে

মেহেরপুরের গাংনীর পুরাতন মটমুড়া এলাকার বাঁশবাগান থেকে উদ্ধার হওয়া নবজাতক মারা গেছে।

বুধবার (১ অক্টোবর) মধ্যরাত রাত ২টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

আরো পড়ুন: বাঁশবাগান থেকে নবজাতক উদ্ধার

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুম আলী গণমাধ্যমকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গাংনী উপজেলার পুরাতন মটমুড়া এলাকা থেকে নবজাতককে উদ্ধার করা হয়েছিল।

নবজাতককে উদ্ধারকারী আনসার সদস্য ইমরান হোসেন বলেন, “বাঁশ বাগানে কান্নারত অবস্থায় মেয়ে নবজাতককে উদ্ধার করে আমি কোলে করে হাসপাতালে নিয়ে যাই। বুধবার রাত ২টার দিকে শিশুটি মারা গেছে বলে জানতে পেরেছি। এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিল
এটা ভাবতেই যেন কেমন লাগছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।”

গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার হোসেন জানান, মটমুড়া ইউনিয়ন পরিষদের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে আলোচনা করে কোথায় নবজাতকের জানাজা করা যায় সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।”

ঢাকা/ফারুক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়