অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় মা-মেয়ে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে পৌরসভার মৌলভীপাড়া ৫ নম্বর ওয়ার্ডের ওয়াপদা রোড গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাকসুদা বেগম (৪৫) ও তার মেয়ে সানজিদা সুলতানা (২৫)। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা বাজারের টিএন্ডটি এলাকায়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিকী বলেন, ‘‘একটি সিএনজিচালিত অটোরিকশা রেলগেট অতিক্রম করার সময় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা মা ও মেয়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।’’
চমেক হাসপাতালে দায়িত্বরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘‘ট্রেন দুর্ঘটনায় আহত মা-মেয়েকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই জনকে মৃত ঘোষণা করেন।’’
ঢাকা/রেজাউল/রাজীব