শরণখোলা থানা থেকে পলাতক আসামি খুলনায় গ্রেপ্তার
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটের শরণখোলা থানার হাজতখানা থেকে পলাতক আসামি বাইজীদকে খুলনায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে খুলনার হরিণটানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে বাইজীদকে হরিণটানা থানায় রাখা হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার নলবুনিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বাইজীদকে (২০) মাদকসহ আটক করে স্থানীয়রা পুলিশের হাতে সোপর্দ করে। পরে মামলা দিয়ে তাকে থানার হাজতে রাখা হয়। শনিবার সকালে হাজতে থাকা অবস্থায় টয়লেটে যাওয়ার কথা বলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যের অসাবধানতার সুযোগ নিয়ে বাইজীদ পালিয়ে যায়। ঘটনার পরই পুলিশ তাকে ধরতে অভিযান শুরু করে।
ওসি জানান, বিকেল ৫টার দিকে খুলনার হরিণটানা এলাকা থেকে পলাতক আসামি বাইজীদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
ঢাকা/শহিদুল/মেহেদী