নাটোরে নিহত ৩ জনের পরিচয় মিলেছে
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় নিহত তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন- বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর পূর্বপাড়া এলাকার মৃত অফেজ উদ্দিনের ছেলে আনসার আলী (৬০), লালপুর উপজেলার ধলা এলাকার ইদু প্রামাণিকের ছেলে মুনছের প্রামাণিক (৩২) ও একই এলাকার নওফেল হোসেনের ছেলে নয়ন (২৬)।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আলম মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘নাটোর থেকে কুষ্টিয়াগামী কল্পনা এক্সপ্রেস পরিবহনের একটি বাস বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা বাসটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’’
আরো পড়ুন: নাটোরে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ঢাকা/আরিফুল/রাজীব