ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জ

বাসচাপায় পথচারী নিহত, প্রতিবাদে চালক-হেলপারকে গণপিটুনি

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ৬ অক্টোবর ২০২৫  
বাসচাপায় পথচারী নিহত, প্রতিবাদে চালক-হেলপারকে গণপিটুনি

নারায়ণগঞ্জে বাসচাপায় মোজাম্মেল হক (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। পথচারীকে চাপা দেওয়ার প্রতিবাদে বাসের চালক ও তার সহকারীকি গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনত।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক জেলার ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে।

আরো পড়ুন:

আহতরা হলেন- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বসতগাঁও এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে আনিসুর রহমান (৩৮) ও জয়পুরহাট জেলার নিক্তিপাড়ার তমিজউদদীন প্রামাণিকের ছেলে রানা বাবু (৪০)। তাদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘‘নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাস পথচারী মোজাম্মেল হককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাসটি দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুই জন আহত হন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বাসচালক রুবেল (২৪) ও তার সহকারী নাঈম শেখকে (২৫) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।’’

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়