ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিছু উপদেষ্টার চরিত্রের শেষ দেখতে চান সারজিস

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ৬ অক্টোবর ২০২৫  
কিছু উপদেষ্টার চরিত্রের শেষ দেখতে চান সারজিস

রাজশাহী চেম্বার অব কমার্স ভবন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম।

‘‘উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছেন’’— জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম যাদের ব্যাপারে এমন মন্তব্য করেছেন, তাদের শেষটা দেখতে চান দলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় রাজশাহী চেম্বার অব কমার্স ভবন মিলনায়তনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সারজিস বলেন, ‘‘তাদের সম্পর্কে আমাদের আহ্বায়ক বলেছেন। আমরা তাদের চরিত্রের শেষটা দেখতে চাই। কারণ বিপ্লবটাকে ধারণ করে তাদের যেভাবে একেকটা সংস্কার করার কথা ছিল, যেভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, যে অপকর্মের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল, সেগুলো যখন আবার সামনে আসে, তখন এর দায় তাদের নিতে হবে। তাদের জায়গা থেকে যদি আইনশৃঙ্খলা রক্ষা, বিচার, রাজনীতি, আমলাতন্ত্র, সব জায়গায় ভূমিকা পেতাম, তাহলে এই অবস্থাটা দেখতে হতো না।’’ 

আরো পড়ুন:

সারজিস আলম বলেন, ‘‘সবচেয়ে সমস্যা হয়েছে গোড়ায়। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সিভিল সার্ভিস থেকে শুরু করে প্রশাসন, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাহিনীতে যদি এক হাজারও কালপিট থেকে থাকে, যারা দলীয় বাহিনী হিসেবে কাজ করেছে, তাদের বিচার হলে এ অবস্থা দেখা লাগত না। তারা (উপদেষ্টারা) ফেইল করেছেন ওই আগস্ট-সেপ্টেম্বরে।’’

তিনি বলেন, ‘‘আমাদের যারা উপদেষ্টারা আছেন, তারা হয়ত ভাবছেন এখন আবার কঠোর হয়ে সিদ্ধান্তটা নেওয়া দরকার, সেটা সম্ভব নয়। এ জন্য তারা কীভাবে একটা নির্বাচনের মধ্যে দিয়ে স্বসম্মানে যেতে পারেন, সেটা হয়ত ভাবছেন। কিন্তু ওই চিন্তা যেন তারা না করেন। এতবড় অভ্যুত্থানের পর তারা যদি এভাবে চলে যেতে চান, তাহলে তারা আর বাংলাদেশের মানুষের কাছে আশ্রয় পাবেন না। এভাবে চুপিচুপি দায়সারা চলে যাওয়ার চেয়ে, দেশের মানুষের জন্য কিছু করে নিজে ক্ষতিগ্রস্ত হওয়াটাও সম্মানের। আমরা অনুরোধ করব, তারা যেন অভ্যুত্থানটা ধারণ করে তাদের দায়িত্বটা ঠিকমত পালন করেন।’’ 

এর আগে সারজিস আলম জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকেল সাড়ে ৪টায় শুরুতে তিনি জেলার নেতাদের সঙ্গে দলের অভ্যন্তরীণ নানা বিষয়ে আলোচনা করেন। এরপর দলীয় কার্যক্রম, আগামী দিনের রাজনীতি, সংকট-সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন। এরপর মহানগর কমিটির নেতাদের সঙ্গে সভা করেন।

সভায় এনসিপির রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
 

ঢাকা/কেয়া/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়