ঢাকা     শনিবার   ০৮ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত, আহত ১০

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:৩৫, ৭ অক্টোবর ২০২৫
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত, আহত ১০

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাড়কের বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহতরা হলেন, কালিহাতীর কোনাবাড়ী এলাকার জহের আলী (৪৫) ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী (৪২)।

এছাড়া আহতদের মধ্যে বানিফৈর এলাকার করিমের ছেলে উজ্জল (৩০), ফজল (৫০), জয়নাল আবেদীনের ছেলে মফিজ (৪৫), মৃত খলিলের ছেলে সোলাইমান (২২) অন্যতম। বাকি আহতদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক কালাম মিয়া জানান, নির্মাণ শ্রমিকরা ঘুনি সালেঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে পিকআপ ভ্যানযোগে এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। অপরদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা শ্রমিকরা সড়কে পড়ে যান। পিকআপের ডানপাশের শ্রমিকরা বেশি আঘান পান। 

দুর্ঘটনার পর স্থানীয়রা অন্তত ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও দুইজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএস আলমগীর হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/কাওছার/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়