ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুরে ৪ লাখ শিশু টাইফয়েড টিকা পাবে: সিভিল সার্জন

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ৮ অক্টোবর ২০২৫  
শরীয়তপুরে ৪ লাখ শিশু টাইফয়েড টিকা পাবে: সিভিল সার্জন

শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন টিকাদান নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন।

শরীয়তপুরে আগামী ১২ অক্টোবর থেকে প্রায় ৪ লাখ শিশু, কিশোর-কিশোরীকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন বুধবার (৮ অক্টোবর) সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন বলেন, ‘‘বিশ্বের যে সকল দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য ও পানির সংকট রয়েছে, সেই সকল দেশে এই টিকাদান কর্মসূচি চালু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে আফ্রিকার কয়েকটি দেশসহ দক্ষিণ এশিয়ার পাকিস্তান, শ্রীলংকা ও বালাদেশে টাইফয়েড টিকাদান কর্মসূচি চালু হয়েছে।’’

আরো পড়ুন:

তিনি আরো জানান, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলার স্থায়ী ১ হাজার ৭৩৩টি এবং অস্থায়ী ১ হাজার ৫৮৩টি কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত বয়সী শিশুরা এই টিকা পাবে। জেলায় ৪ লাখ ২ হাজার ৮৫৭ জন শিশু, কিশোর-কিশোরীকে টাইফয়েড টিকা দেওয়া হবে। 

এই টিকায় ক্ষতিকর দিক বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে জানিয়েছেন বিশ্বস্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ও সিভিল সার্জন। 

সংবাদ ব্রিফিংয়ে জেলায় কর্মমরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সিভিল সার্জন অফিসের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

ঢাকা/আকাশ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়