চাঁদপুরে কৃষিজমি থেকে যুবকের মরদেহ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষিজমি থেকে সুজন দেবনাথ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিরাজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুজন দেবনাথ ওই এলাকার মৃত খোকন দেবনাথের ছেলে।
সুজনের মা অঞ্জলী দেবনাথ বলেন, ‘‘সুজন দিনমজুরের কাজ করত। বুধবার সকালেও গাছ কাটার কাজ করেছে। দুপুরে স্থানীয় বাচ্চুর ডাকে ঘর থেকে বের হয়। পরে খবর পাই বাড়ির অদূরে কৃষিজমিতে ছেলের মরদেহ পড়ে আছে।’’
বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ বলেন, ‘‘সুজনের লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তবে, কীভাবে তার মৃত্যু হয়েছে জানা যায়নি।’’
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ‘‘ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে সুজনের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/অমরেশ/রাজীব