নৌকা বাইচ দেখতে আড়িয়াল বিলে হাজারো জনতার ঢল
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বুধবার বিকেলে আড়িয়াল বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন হাজারো মানুষ। ছবি ভিডিও থেকে নেওয়া
ঢেউয়ের কলতান ও বৈঠার ছলাত ছলাত শব্দে উত্তাল হয়ে উঠেছিল আড়িয়াল বিল। বিলের দুই পাড়ে হাজারো দর্শকদের করতালিতে পরিবেশ হয়ে উঠেছিল উৎসবমুখর। আশ্বিনের বিকেলে গ্রাম বাঙলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন মুন্সীগঞ্জের শ্রীনগরের মানুষ।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর সেলামতি পল্টন আড়িয়াল বিলে শহীদ জিয়া স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে শ্যামসিদ্ধি ইউনিয়ন যুবদল ও ছাত্রদল। এতে নিউ বুলেট দয়হাটা চ্যাম্পিয়ন হয়েছে।
প্রতিযোগিতায় শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল এক্সপ্রেস, নিউজ বুলেট, বাগবাড়ী, লস্করপুর একতাসহ বিশালাকার ছিপ নৌকা ও কোষা নৌকা অংশ নেয়। বাইচ শেষে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জকারী দলকে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন- মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আলম প্রধান।
আরো উপস্থিত ছিলেন- ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল আলম দেওয়ান, সাধারণ সম্পাদক আ. রহিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
ঢাকা/রতন/মাসুদ