কিশোরগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কিশোরগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ সদর থাকার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘এমকে সুপার পরিবহনের একটি বাস ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ আসছিল। বাসে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন। ডাউকিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ২০ যাত্রী আহত হন।’’
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বেপরোয়া গতিতে চলছিল। ঘটনার পরই চালক পালিয়ে যান। স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঢাকা/রুমন/রাজীব