ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিশুকে হত্যার পর গাছে উঠলেন যুবক

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ১০ অক্টোবর ২০২৫   আপডেট: ১০:৫৭, ১০ অক্টোবর ২০২৫
শিশুকে হত্যার পর গাছে উঠলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় সবুজ মৃধা (২৫) নামে মাদকাসক্ত যুবকের দায়ের কোপে শাফায়েত হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন। ঘটনার পর জনরোষ থেকে বাঁচাতে চাম্বল গাছের মগডালে ওঠেন অভিযুক্ত। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে নামিয়ে এনে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

মারা যাওয়া শাফায়েত একই গ্রামের জামাল বেপারীর ছেলে। আহতরা হলেন- মুইন হাসান (৮), নাছিমা (৩২), মরিয়ম (৩২) ও বাবুল সরদার (৪৭)। অভিযুক্ত সবুজ তাদের প্রতিবেশী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সবুজ মাদকের টাকার জন্য প্রায়ই পরিবার ও প্রতিবেশীদের ভয় দেখাতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী জামাল বেপারীর বাড়িতে প্রবেশ করেন তিনি। বাড়ির উঠানে যাকে সামনে পেয়েছেন তাকে দা দিয়ে কোপাতে শুরু করেন। পাঁচজন গুরুতর আহত হন। ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সবুজ নিজেকে বাঁচাতে দৌঁড়ে একটি চাম্বল গাছের মগডালে ওঠেন। 

ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে শাফায়াতের মৃত্যু হয়। রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় সবুজকে গাছ থেকে নামিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মৃত সাফায়েতের চাচা মো. আনছার সরদার বলেন, “আমরা সবুজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন আর কোথাও না ঘটে।”

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আলীম বলেন, “মরদেহ মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়