সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সড়ক দুর্ঘটনায় শুক্রবার সকালে রাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় মারা যান
সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তারা। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, “ছুটির দিনে দুই শিক্ষক মাছ ধরার সরঞ্জাম নিয়ে স্কুটিতে করে নওগাঁর দিকে যাচ্ছিলেন। স্কুটি চালাচ্ছিলেন আসাদুজ্জামান বাদশা, তার পেছনে ছিলেন শিব শংকর রায়। সকালে দুর্ঘটনা ঘটায় কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। তাই কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্কুটির পেছনের চাকা ফাটা অবস্থায় পাওয়া গেছে।”
তিনি বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আহত আসাদুজ্জামানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।”
ঢাকা/কেয়া/মাসুদ