জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে রাজশাহীতে জামায়াতের মিছিল
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহী নগরীতে শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জামায়াতে ইসলামীর নেতারা
জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর আলুপট্টি মোড় থেকে মিছিল বের হয়। সাহেববাজার জিরো পয়েন্ট, সোনাদিঘী মোড় ও মনিচত্বর ঘুরে গণকপাড়া বাটারমোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. জাহাঙ্গীর। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে জুলাই সনদ বাস্তবায়ন খুবই জরুরি।”
সমাবেশে আরো বক্তব্য দেন- রাজশাহী-৩ আসনে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ, মহানগরের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ডা. এমাজ উদ্দীন মণ্ডল ও সাবেক ছাত্রনেতা সালাহ উদ্দিন আহমেদ।
ঢাকা/কেয়া/মাসুদ