শরীয়তপুরে ৪০০ কেজি ইলিশ জব্দ
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জব্দকৃত ৪০০ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পরিবহনের সময় যৌথবাহিনী ও মৎস্য বিভাগের অভিযানে ৪০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) উপজেলার কোদালপুর ইউনিয়নের মাউছাখালী এলাকায় মেঘনার শাখা নদীতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষের নেতৃত্বে অভিযান চালানো হয়।
মা ইলিশের প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে দেশের নদী-সমুদ্রে ৪ অক্টোবর থেকে মাছ শিকারের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এ সময় ইলিশ মাছ পরিবহন, কেনাবেচাও বন্ধ থাকবে।
গোসাইরহাট উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, কিছু অসাধু জেলে ইলিশ পরিবহন করছে— এমন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান চালানো হয়। জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
অভিযানের বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বলেন, ‘‘জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত তিনটি ট্রলার মৎস্য বিভাগের হেফাজতে রাখা হয়েছে।’’
ঢাকা/আকাশ/বকুল