ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল শুরু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ১৩ অক্টোবর ২০২৫   আপডেট: ১১:৫৭, ১৩ অক্টোবর ২০২৫
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল শুরু

দুই দিন বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে নগরীর পাটগুদাম ও মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন কোম্পানির বাস ময়মনসিংহ থেকে ঢাকায় রওনা দেয়। 

বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। আজ সকাল থেকেই বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। 

আরো পড়ুন:

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, “সকাল থেকে ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাস নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ঢাকার দিকে ছেড়ে যাচ্ছে। অন্যান্য বাসগুলোও চলছে।”

গতকাল রবিবার রাতে জেলা প্রশাসক মুফিদুল আলম ও পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সঙ্গে পরিবহন শ্রমিক মালিকরা আলোচনায় বসেন। সেখানে ময়মনসিংহ থেকে ঢাকাসহ সব সড়কে আজ সোমবার সকাল থেকে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত হয়। ফলপ্রসূ আলোচনার ফলে বাস চলাচলে বিরম্ভনার অবসান হলো।

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়