ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিস্তা রক্ষায় আলো জ্বেলে বাড়ি ফেরা হলো না কলেজ শিক্ষক সাবুর

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২০, ১৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১০:১৮, ১৭ অক্টোবর ২০২৫
তিস্তা রক্ষায় আলো জ্বেলে বাড়ি ফেরা হলো না কলেজ শিক্ষক সাবুর

বৃহস্পতিবার রাতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের মশাল প্রজ্জ্বালনের কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে লালমনিরহাট সদরের মন্ডলেরহাটে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ যায় কলেজ শিক্ষক আব্দুল মান্নান সরকার সাবুর।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের মশাল প্রজ্জ্বালনের কর্মসূচি পালন শেষে বাড়ি ফেরার পথে লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান সরকার সাবু (৫০) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহকর্মী প্রভাষক সামসুল ইসলাম। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় তিস্তা নদী রক্ষা আন্দোলনের মশাল প্রজ্জ্বালনের কর্মসূচি পালন শেষে বাড়ি ফেরার পথে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মন্ডলেরহাট এলাকায় তারা দুর্ঘটনায় পড়েন।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল মান্নান সরকার সাবু লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক ও জিয়া পরিষদের সদস্য ছিলেন। আহত প্রভাষক সামসুল ইসলাম একই কলেজের প্রভাষক এবং জিয়া পরিষদের পৌর শাখার সভাপতি।

স্থানীয়দের ভাষ্যমতে, লালমনিরহাট থেকে রংপুর অভিমুখে যাওয়া একটি দ্রুতগামী ট্রাক মন্ডলেরহাট নামক স্থানে লালমনিরহাট অভিমুখে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রভাষক আব্দুল মান্নান সরকার সাবু মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান এবং প্রভাষক সামসুল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত সামসুল ইসলামকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পরই ট্রাক নিয়ে পালিয়ে যান চালক।

আব্দুল মান্নান সাবুর মৃত্যুর খবরে লালমনিরহাট শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিক্ষক-শিক্ষার্থী ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

লালমনিরহাট সদর হাসপাতালের ডা. গোলাম আতাহার সাদিক সোয়াদ মৃত্যুর এই তথ্য দিয়েছেন। তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে সাবুর মৃত্যু হয়।

লালমনিরহাট সদর থানার ওসি নুরুন্নবী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছিল। ট্রাকটিকে ধরা সম্ভব হয়নি।

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করার দাবিতে আবারো উত্তাল হয়ে উঠেছে উত্তরাঞ্চল। 'জাগো বাহে তিস্তা বাঁচই’ আন্দোলনের অংশ হিসেবে রংপুর বিভাগের লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা- এই পাঁচ জেলায় একযোগে ১১টি স্থানে মশাল প্রজ্জালন করা হয়, সেই আলোর আহ্বান ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় একই সময়ে ১১টি স্থানে হাজার হাজার মশাল জ্বালিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে সব অন্ধকার দূর করার উদাত্ত আহ্বান জানিয়ে লাখো কণ্ঠে উচ্চারিত হয়েছে, ‘জাগো বাহে, কুন্ঠে সবাই’; ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’। 

আন্দোলনের প্রধান সমন্বয়ক সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আলোর মশাল প্রজ্জ্বালন কর্মসূচির উদ্বোধন করেন। তার সঙ্গে সঙ্গে মুহূর্তে লাখো হাত ঊর্ধ্বে তুলে ধরে মশাল। এই কর্মসূচির লালমনিরহাট জেলায় অংশ নিয়েছিলেন কলেজ শিক্ষক সাবু।

ঢাকা/সিপন/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়