ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কু‌ড়িগ্রাম সীমান্তে ১১ রো‌হিঙ্গা আটক

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১৪:৩৭, ১৭ অক্টোবর ২০২৫
কু‌ড়িগ্রাম সীমান্তে ১১ রো‌হিঙ্গা আটক

আটক রোহিঙ্গারা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সীমান্ত থেকে ১১ রো‌হিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ অ‌ক্টোবর) সকা‌লে তাদের আটক করা হয়। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ও‌সি) আল হেলাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হ‌লেন- কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম (২৪), রাজিয়া বেগম (২১), আড়াই বছ‌রের শিশু নুর সাহিদা, শফিউল্লাহ (১৮), নুরনবী (১৫), বালুখা‌লি ক‌্যা‌ম্পের আমিনা বেগম (৩৫), আব্দুল আজিজ (১৫), রিফা খাতুন (৯), আবু (৭), সাফা (৬), কলাতলীর ইমান আলী এবং  ইসমাইল আজাদ (৪৮)।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, আজ সকালে সোনাহাট-কচাকাটাগামী রাস্তার পশে ঘোরাঘুরি করছিলেন নারী-পুুরুষসহ কয়েকজন। এ সময় সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল তা‌দের আটক করে।

সূত্র জানায়, প্রায় আট বছর আগে আটককৃতরা কক্সবাজারের উখিয়ার বালুখালি এবং কুতুংপালং ক্যাম্প থেকে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। তারা দেশটির হায়দ্রাবাদের কাঞ্চনবাগ এলাকায় ছিলেন। তাদের পরিবারের অন্য সদস্যরা এখনো কক্সবাজারের ক্যাম্পগুলোতে আছেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ও‌সি) আল হেলাল মাহমুদ ব‌লেন, “বিজিবি ১১ জনকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।”

ঢাকা/বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়