ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে অস্ত্রসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ১৯ অক্টোবর ২০২৫  
বান্দরবানে অস্ত্রসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া জোন (৩৮ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ ওয়েবার ত্রিপুরা (৩৩) এবং তার সহযোগী রুইহং ম্রোকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। 

আজ রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (১৭ অক্টোবর) শীর্ষ অস্ত্র চোরাচালানি ওয়েবার ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বলিপাড়া জোনের উপ-অধিনায়কের নেতৃত্বে যৌথ বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তার সহযোগী রুইহং ম্রোকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থাকা একটি দেশীয় পিস্তল, দুটি গাদা বন্দুক, একটি গ্রেনেড, একটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, একটি মর্টারের গোলার বক্স, দুটি মোবাইল ফোন ও একটি কৃষি ব্যাংকের চেকবই উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুই জনকে পরবর্তীতে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার জানান, দুইজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার কার্যক্রম শেষে তাদের আদালতে পাঠানো হবে। 
 

ঢাকা/চাইমং/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়