ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ২০ অক্টোবর ২০২৫   আপডেট: ২১:৪৭, ২০ অক্টোবর ২০২৫
স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘‘১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও বিগত সরকারের আমলে স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন। চব্বিশের অভ্যুত্থানের পর আশা করেছিলাম, দেশ সঠিক পথে এগোবে। কিন্তু, আজকের বাস্তবতায় সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না।’’

তিনি বলেন, ‘‘আমরা পাঁচ দফা দাবির মাধ্যমে আন্দোলন শুরু করেছি। ৩১টি দল ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছে। এর মধ্যে, ২৫টি দল পিআরের পক্ষে মত দিয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করেছেন। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ঐক্যমত হওয়া ৮৪টি বিষয়ে তালবাহানা না করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।’’

সোমবার (২০ অক্টোবর) নোয়াখালী জেলা জামে মসজিদ চত্বরে ইসলামী আন্দোলন নোয়াখালী জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ‘‘৩৫ থেকে ৪০ শতাংশ ভোট পেয়ে কেউ (শেখ হাসিনা) সরকার গঠন করে। তারপর সংবিধানকে নিজেদের খেলার মাঠ বানায়। এটা চলতে পারে না। ৪০ শতাংশ ভোটের সরকার হলে বাকি ৬০ শতাংশ ভোটের মূল্য কোথায়?’’

তিনি বলেন, ‘‘আগামীতে পরীক্ষিত দুর্নীতিবাজ, খুনি ও জুলুমবাজদের ক্ষমতায় নেওয়া যাবে না। আওয়ামী লীগ নিজেদের দেশের মালিক আর জনগণকে তাদের দাস মনে করত। তাদের অপশাসনের বিরুদ্ধে কথা বললেই গুম, খুন করেছে। দেশ উন্নয়নের মহাসড়কে আছে জানিয়ে জনগণকে মিথ্যে গল্প শুনিয়েছে। অথচ দেশের কোনো ব্যাংকে টাকা নেই। সব টাকা তারা পাচার করেছে। বৈদেশিক ঋণের চাপে দেশের অগ্রযাত্রা থমকে যাচ্ছে।’’

ঢাকা/সুজন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়