শরীয়তপুরে ট্রাক থামিয়ে চাঁদা আদায়, আটক ২
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কে ট্রাক থামিয়ে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে জেলা ট্রাক, ট্যাংক-লরি ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের দুই নেতাকে আটক করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কের আঙ্গারিয়া বাইপাস এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন, শরীয়তপুর জেলা ট্রাক, ট্যাংক-লরি ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার এবং একই সংগঠনের সদস্য নারায়ণ পোদ্দার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই আঙ্গারিয়া বাইপাস এলাকায় শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ চক্র ট্রাক থামিয়ে জোরপূর্বক ৫০০ টাকা করে চাঁদা আদায় করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা চাঁদা তোলার বৈধতা জানতে চান।
কিন্তু কোনো অনুমতিপত্র দেখাতে না পারায় স্থানীয় ও চক্রের সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে আঙ্গারিয়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে। এ সময় চাঁদা আদায়ের রশিদসহ আদায়কৃত নগদ অর্থ জব্দ করা হয়।
এ বিষয়ে আঙ্গারিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মতিউর রহমান বলেন, “আঙ্গারিয়া বাইপাস সড়কে কিছু লোক ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের সময় স্থানীয়রা তাদের আটক করে বলে আমরা খবর পাই। পরে ঘটনাস্থল থেকে দুইজনকে রশিদ ও নগদ অর্থসহ আটক করি। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”
ঢাকা/আকাশ/মেহেদী